বাংলার আলো বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল যা জেলা এবং জাতীয় সংবাদকে আচ্ছাদন করে। সাইটটি বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় সর্বশেষ সংবাদ প্রকাশ করে। এটি জাতীয় ও আন্তর্জাতিক পাঠকদের কাছে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরার প্রতিপাদ্য নিয়ে ২০২০ সালের ৪ আগস্ট যাত্রা শুরু করে। পোর্টালটি চালু হওয়ার পর থেকে আধুনিক প্রযুক্তির সর্বাধিক ব্যবহারের সাথে রিয়েল-টাইম নিউজ আপডেট সরবরাহ করে আসছে। একদল উদ্যমী তরুণ সাংবাদিক বাংলারআলো.কম.বিডি -র জন্য সার্বক্ষণিক কাজ করছেন এবং পোর্টালে একটি নতুন মাত্রা যুক্ত করার চেষ্টা করছেন।
== ইতিহাস ==
বাংলারলো.কম.বিডি ২০২০ সালে শুরু হয়েছিল তবে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার তারিখটি ছিল ০৪ আগস্ট ২০২০ বিষয়বস্তুগুলি বিভিন্ন বিভাগে সাজানো হয়েছে। সংস্থাটি আনোয়ার হোসেন ও মো: হাসান আলী দ্বারা পরিচালিত।
== সম্পাদনা পরিষদ ==
আনোয়ার হোসেন নিউজ পোর্টালের প্রকাশক। প্রবীণ সাংবাদিক মো: হাসান আলী ভারপ্রাপ্ত সম্পাদক।